Hello, Dear Visitor how Can I help You

কম্পিউটার সম্পর্কে ব্যসিক


বাংলাদেশে কম্পিউটার ব্যবহারকারী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটার ব্যবহার করার আগে কম্পিউটার সম্পর্কে ভালভাবে জানা জরুরী। কম্পিউটার ভালভাবে শিখতে হলে দরকার ভালো কোচিং অথবা বই দেখে শেখা। কম্পিউটার শেখার বেশির ভাগ বই ইংরেজিতে হওয়ায় আমাদের শিখতে অসুবিধা হয়। আমরা যারা কম্পিউটার শিখতে চাই আমাদের কোনো প্রাতিষ্ঠানিক কোর্স করা জরুরী, অারো মূখ্য বিষয় হলো বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অামরা চাইলেই কম্পিউটার ব্যবহারের মাধ্যমে অনলাইন থেকেও অামরা ইনকাম করতে পারি তাই কম্পিউটার শিখাটা জরুরী কারন অনলাইনে উপার্জনের অনেকগুলো ধাপ অাছে, সেজন্য অনেক কিছুই শিখতে হয় যেমন হলোঃ
১. ফান্ডামেন্টাল অফ কম্পিউটার
২. মাইক্রোসফট ওয়ার্ড
৩. এক্সেল
৪. পাউয়ার পয়েন্ট
৫. এক্সেস
৬. এডোব ফটোশপ
৭. ম্যাক্রোমিডিয়া ফ্লাশ
৮. অটোকাড
৯. ইলাস্ট্রেটর
১০. ইন্টারনেট এন্ড ইমেল
 এগুলো অনেকটাই অনলাইন উপার্যনের ক্ষেত্রে বিশেষ ভাবে জরুরী হয়ে থাকে।

No comments

Powered by Blogger.