এই ওয়েবসাইট টি খুব জনপ্রিয় নয় সবার কাছে,কিন্তু এর ফিচার্স খুবই ভালো। এখান থেকে আপনি পুরোপুরি ফ্রীতে আপনার কাছাকাছি শহরে জবস খুজে নিতে পারেন,সে আপনার বাড়ি ইন্ডিয়াতে তে হোক বা বাংলাদেশে।এখানে আপনি সবধরণের কাজের খোজ পাবেন যথা art,media,design,customer-service,editing,web,writing ইত্যাদি।
আপনি যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো জবস খুঁজছেন তাহলে অবশ্যই এই সাইট একবার চেক করবেন হয়তো এখানে নিকটবর্তি শহরে পছন্দের কোনো কাজ পেয়ে গেলেন। শেষকথা-
আমরা উপরে যে ফ্রিল্যান্সিং সাইট গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো কে আমি নিজে রিভিউ করে আপনাদের suggestion দিচ্ছি।হয়তো আমি নিজে কাজ না করতে পারি তবে এই আর্টিকেল টিতে যতগুলো সাইট নিয়ে কথা বলেছি তাতে আমার পরিচিতি অনেকেই এখানে কাজ করেছে বা বর্তমানে কাজ করছে এবং তাদের কাছে ভালো রিভিউ পেয়েছি।এছাড়া আরো অনেক গুলো জনপ্রিয় সাইট আছে যেগুলিতে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্থাপন করতে পারেন, যেমন crowded.com,iFreelance,Nexxt,Writer Access, TaskRabbit, FlexJobs ইত্যাদি। তবে আমি আপনাদের এটাই এডভাইস দেবে যদি আপনি beginner হন এই প্লাটফর্ম কেবলে পা দিচ্ছেন তাহলে Fiverr.com বা Upwork.com থেকে শুরু কুরুন,একটু স্কিল ইম্প্রুভ হলে অন্য ভালো ভালো সাইট গুলোতে ট্রাই করতে পারেন।
আপনার যদি এই আর্টিকেল টি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে যেমন- কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো বা ফ্রিল্যান্সিং শিখতে চাই তাহলে কমেন্ট বাক্স এ জিগ্গেস করতে পারেন আমি reply দেবার চেষ্টা করব। ধন্যবাদ:-
No comments