Hello, Dear Visitor how Can I help You

Fiverr.com

ফাইভার আমাদের প্রথম চয়েস,এটা হচ্ছে ছোট সার্ভিসেস এর জন্য পৃথিবীর সবথেকে বড়ো ফ্রিল্যান্সিং ওয়েব সাইট৷ এখানে আপনি আপনার পরিষেবার জন্য সর্বনিম্ন ৫ ডলার পর্যন্ত মূল্য ধার্য রাখতে পারেন৷এখান থেকে আপনি আয় করে নিতে পারেন যদি আপনার সেরকম ভালো স্কিলও না থাকে৷একটা মজার কথা জেনে রাখনে আমাদের বহু মানুষ ফাইভার এ থেকে কাজ নিচ্ছে৷ তাথেকেই  হাজার হাজার  টাকা কমিয়ে নিচ্ছে,তাই এইরূপ আপনি ও করতে পারেন ক্লায়েন্ট এর কাজ নিয়ে আপনার লোকাল এ কোনো প্রফেসনাল কে কম টাকা দিয়ে সেটা করিয়ে নিতে পারেন বা একটা টিম তৈরী করতে পারেন,সেখানে আপনি লোক কে হাইয়ার করে আপনি কাজ করিয়ে নিতে পারেন৷

ফাইভার এ আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন, ব্লগ পোস্ট,ভিডিও এডিটিং প্রভিতি কাজ পেয়ে যাবেন৷এখানে আপনি ঘন্টাই টাকা পাবেন না আপনি এখানে যে মূল্য অফার করবেন সেই প্রাইস এ কাজ করতে হবে৷ফাইভার থেকে আপনি টাকা ব্যাঙ্ক বা পেপালে নিতে পারবেন৷
thanks for visite my site

No comments

Powered by Blogger.