Upwork.com
জেনে নিন ৫টি সহজ অনলাইনে টাকা ইনকাম করার পদ্ধতি?(অনলাইন ইনকাম ২০২০)আপনি কি আগে অনলাইনে টাকা আয় করার চেষ্টা করেছেন,কিন্তু সাফল্য পাননি? তাহলে আর চিন্তা করার দরকার নেই! আজ জেনে নিন ৫ টি সহজ অনলাইনে টাকা ইনকাম পদ্ধতি।
বর্তমানে সক্রিয়ভাবে (৩২০ কোটি) মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন।আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ভৌগলিক অবস্থান বা আর্থিক সংস্থার অভাবের ভিত্তিতে আপনি কী অর্জন করতে পারবেন তার আর সীমাবদ্ধতা নেই।
আপনি কি তৈরী আপনার প্যাশনকে মুনাফায় পরিনিত করতে,নিজের একটি অনলাইন ব্যবসায় শুরু করতে প্রস্তুত,তবে কোথায় শুরু করবেন তা নিশ্চিত নন?
অনলাইনে অর্থ আই করার জন্য সেরা পাঁচটি উপায় আমরা শুরু করতে যাচ্ছি যেটাতে আপনার নিয়মিত রুটিনে বেশি সময় প্রয়োজন পরবে না।অনলাইনে অর্থ উপর্জনের কয়েকটি সেরা এবং সঠিক পদ্ধতির নীচে আমরা আলোচনা করেছি,তবে তার আগে কিছু কথা আপনাদের জেনেরাখা দরকার।
সহজ উপায়ে অনলাইনে টাকা আয় স্কাম এর ফাঁদেপড়বেন না।(Get-rich-quick schemes)
অনলাইনে আপনি রাতারাতি কোটিপতি বা লাখোপতি হয়ে যাবেন সেরকম কোনো বৈধ উপায় নেই।এখনে কাজ করার সময় যেসব লোকেরা দ্রুত ও সহজ উপয় বা কোনো লোভনীয় স্কিম গুলির বিষয়ে কথা বলে সেগুলি বেশির ভাগই ঠকবাজ হই যা প্রথমে বৈধ লাগলেও পরে তার আসল রূপ ধরা পরে।
অবশ্য কিছু কিছু পদ্ধতিতে আপনি কয়েক হাজার টাকা অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন,তবে সেগুলি আপনাকে আর্থিক ভাবে স্বাধীন এবং আপনার জীবনযাত্রর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেতে সহতা করবেনা। সর্বপরি,এগুলি শর্টকাট যা চিরকাল স্থায়ী হই না,এবং এই সুযোগ গুলিপ্রায় “স্কাম’’/ঠকবাজ হই।
এই স্কাম গুলির ফাঁদে যদি আপনি পরেন তাহলে খুব কমসময়ে আপনার ব্যক্তিগত জীবন অনিষ্টকার হয়ে উঠেতে পারে,তাই আপনার ওই রকম কোনো স্কীম এ যাওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি খোচ খবের নিয়ে ভাবনা চিন্তা করে এগোবেন।
ব্লগ তৈরী করে টাকা আয় করুন
অনলাইনে huge পরিমানে টাকা ইনকম করার অন্যতম জনপ্রিয় উপায় হ’ল আপনার নিজস্ব ব্লোগ্গিং শুরু করা।আপনার যদি প্রবন্ধ লেখার দক্ষতা ভালো হই তাহলে আপনি যে কোনো বিষয়ের উপর একটি ব্লগ তৈরী করে অর্থ উপর্জন করতে পারেন।ভারতবর্ষে আজ বাহু মানুষ ব্লোগ্গিং করে লক্ষ লক্ষ টাকা আই করছেন৷
ব্লোগ্গিং কী–
ব্লোগ্গিং বা ব্লগ হচ্ছে আপনার নিজস্ব ওয়েবসাইট প্লাটফর্ম যেখনে আপনি আপনার শক, চিন্তা ভাবনা,আবেগ,শিক্ষা, তথ্য,খবর,ইত্যাদি কে শেয়ার করতে পারেন অন্যদের সঙ্গে।
upwork নিজেকে এখন বিশ্বের বৃহতম ফ্রিল্যান্স সাইট হিসাবে পরিচিত করে ফেলছে৷আপনি ১০ জন লোককে জিগ্গেস করলে তার মধে ৮ জন upwork এ কাজ করার পরমার্শ দিবে৷এর পাস্ট সম্পর্কে একটু রিসার্চ করলে জানা যাই,একসময় ফ্রিল্যান্স কাজের জন্য দুটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম ছিল ওডেস্ক এবং এল্যান্স৷২০১৫ সালে এই দুই সংস্থা একত্রিত হয়ে বিশ্বজুড়ে ক্লায়েন্টদের কাছে upwork.com নামে প্রতিস্থাপন হয়ে আসে ফ্রিল্যান্স সাইট এক নতুন রূপে৷এই সংস্থার সঙ্গে প্রায় ১.২ কোটি ফ্রীলান্সার এবং ৫০লক্ষ্য ক্লায়েন্ট যুক্ত৷পত্যেক বছর প্রায় ৩০লক্ষ্য নিউ ফ্রীলান্সার যুক্ত হচ্ছে এদের সঙ্গে৷আপনি এই সাইটএ সবরকমের subject উপর কাজ করতে পারবেন যথা-Writing,Design & Creative, Translation,Sales & Marketing প্রায় সব বিষয়ে উপর কাজ পেয়ে যাবেন৷তাহলে আপনি যদি ফ্রীলান্সার কাজের জন্য ভালো সাইট খুজছেন তাহলে অবশই এই সাইট টি একবার চেক করে দেখবেন৷
Note-upwork নুতুন দের কাছে ২০% কমিশন কেটে নেই যত দিন পর্যন্ত আপনি ক্লায়েন্ট এর সঙ্গে একটা সম্পর্ক তৈরী না করবেন,আরও বিস্তারিত তথ্য আপনি তাদের ওয়েবসাইট এ পেয়েযাবেন৷সবসময় lower-priced কাজ নেয়ার আগে একটু ভেবে নেবেন কারণ আপনকে ২০% কমিসন দিতে হবে৷
thanks for visite my site.

No comments